Search This Blog

Sunday, May 15, 2022

 আমি ''ধর্ষকের বিচার চাই''লেখা পোষ্টার হাতে ছেলেটির পাশ দিয়ে হেটে যাওয়া মেয়েটার দিকে নিখুঁতভাবে তাকিয়ে থাকতে দেখেছি।   

আমি ডাক্তার রুপে কসাই দেখেছি ,আবার দুর্লভ এলাকায় বিনে পয়সায় চিকিৎসা দিতে দেখেছি ।

আমি উচ্চ শিক্ষিত বলে গর্ব করা শিক্ষক দেখেছি,আবার সেই শিক্ষককে শিক্ষক পিতার সমান বলে ছাত্রীর শরীরে হাত দিতে দেখেছি  ,আবার আমি খুব রাগী শিক্ষককে ছাত্রদের সফলতায় আনন্দে কান্না করতে দেখেছি ।

আমি নারীবাদী দেখেছি ,দেখেছি তাদের মেয়েদের পোষাক স্বাধীনতার জন্য পথে নামতে  আবার তাদেরকে দেখেছি বোরকা পরা নিয়ে সমালচনা করতে  ,

আবার  এমন মানুষ ও দেখেছি যারা পোশাক স্বাধীনতা নিয়ে চিৎকার করে না যে কোন আন্দোলনে পথে নামে না বরং অন্ধকারে তলীয়ে যাওয়া কিছু মানুষ্কে শিক্ষার আলো দিয়েছি ।

আমি মানুষ দেখেছি তার মনুষত্য দেখেছি,আবার তদের কিছু মনুষত্যের আরালে লুকিয়ে থাকা কিছু অমানুষকে দেখেছি.

আমি ১০ বছরের সম্পর্ক ভেঙ্গে যেতে দেখেছি,

আমি ৫ মাস সম্পর্কের বিয়েকে

আমৃত্যু টিকে থাকতে দেখেছি,

আমি পুরুষও দেখেছি অনেক রকম,

ভীড় বাসে শরীর শক্ত রেখে ছোয়া এড়নোর চেষ্টায়

ক্রমাগত ধাক্কা খেয়ে গেছে এমন,

আমি এমন পুরুষও দেখেছি যে নিজে বেকার থেকেO

নিজের মা বোনের হাড় ভাঙ্গা খাটুনির টাকায়

একের পর এক নিজের শখ পূরণ করে গেছে,

আমি দুবেলা দিন মজুর খাটা মানুষকে

এক থালায় অন্য জাতের সাথে ভাত খেতে দেখেছি,

আমি মানুষ দেখেছি, অমানুষও দেখেছি

হুবহু অবিকল তাদের মুখ তাদের গায়ের রং তাদের লিঙ্গ তাদের জাতি তাদের শিক্ষা কোথাও কোনো তফাৎ করতে পারিনি শুধু দুটি জায়গা ছাড়া শিরদাঁড়া ও মনুষ্যত্ব।

আমি মানুষ দেখেছি

@Nayeem Uddin

 https://phoenixxjtn016157.pointblog.net/ব-ল-দ-শ-র-শ-র-ষ-ঠ-ব-লগ-স-ইট-82951798 https://violaxgzx726956.blogdigy.com/ব-ল-দ-শ-র-স-র-ব-লগ-স-ইট-5...