Search This Blog

Tuesday, September 13, 2022

What is keyboard

 A keyboard is a device derived from the concept of a typewriter, in which some buttons are arranged, which act like mechanical levers or electronic switches. The keyboard is the main input device of the computer. Keys are printed on keyboard keys. Press or hold down one or more keys to create a symbol.

what is technology

Technology refers to the practical knowledge of a species using various tools and natural materials. Technology also determines how species adapt to and use their natural environment. Technology in human society is a necessary outcome of science and engineering.


Friday, September 9, 2022

 ভারতের রাষ্ট্রীয় নিয়ম অনুসারে কোন দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানকে অভ্যর্থনা জানান মন্ত্রীরা। 

 রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং 

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

 ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন 

জার্মানির অ্যাঙ্গেলা মার্কেল 

ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে জাপানের প্রধানমন্ত্রীর ফুমিও কিশিদাকেও একজন প্রতিমন্ত্রী বিমানবন্দরে অভ্যর্থনা জানিয়ে ছিলেন.

@Nayeem Uddin

প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ

প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কমিটি নিয়া যা শুরু করছে মনে হচ্ছে এবার কাওমী মাদরাসায় ও ছাত্রলীগের কমিটি দিয়ে দেওয়া জরুরি হয়ে গেছে।


তাহলে সাংবাদিকরা মাদ্রাসা আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে দোড়াইতে দোড়াইতে ক্লান্ত হয়ে এসব নিয়ে নিউজ করাই বাদ দিবে... 

@Nayeem Uddin 

Nayeem uddin Seo expert in Bangladesh

Thursday, September 8, 2022

ছাত্রলীগ

আঁধারের গায়ে গায়ে পরশ তব সারা রাত ফোটাক তারা নব নব।

 নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো--

 ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্ব পানে ॥

 আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে।

 এ জীবন পুণ্য করো দহন-দানে ॥

@Nayeem Uddin

ছাত্রলীগ

 চর্যাপদের কবিদের দ্রোহ থেকে কৈবর্ত্য বিদ্রোহ। ফকির বিদ্রোহ থেকে ফরায়েজী আন্দোলন। বাঁশের কেল্লা নিয়ে রুখে দাড়ানো তিতুমীর। কলের বোমা হাতে ক্ষুদিরাম বসু। চট্টলার সেনাপতি সূর্য সেন, প্রীতিলতা।

ব্যারাকপুরে ব্রিটিশ শাসকের বিরুদ্ধে রুখে দাড়ানো মঙ্গল পান্ডে। বিনয়-বাদল-দিনেশ থেকে সুভাসচন্দ্র বসু। রবি ঠাকুরের ছুঁড়ে ফেলা নাইট পদক আর কাজী নজরুলের দ্রোহ। 

বাঙালীর সব সাহসের একত্রিত উচ্চারণ- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

@Nayeem Uddin

Sunday, May 15, 2022

 আমি ''ধর্ষকের বিচার চাই''লেখা পোষ্টার হাতে ছেলেটির পাশ দিয়ে হেটে যাওয়া মেয়েটার দিকে নিখুঁতভাবে তাকিয়ে থাকতে দেখেছি।   

আমি ডাক্তার রুপে কসাই দেখেছি ,আবার দুর্লভ এলাকায় বিনে পয়সায় চিকিৎসা দিতে দেখেছি ।

আমি উচ্চ শিক্ষিত বলে গর্ব করা শিক্ষক দেখেছি,আবার সেই শিক্ষককে শিক্ষক পিতার সমান বলে ছাত্রীর শরীরে হাত দিতে দেখেছি  ,আবার আমি খুব রাগী শিক্ষককে ছাত্রদের সফলতায় আনন্দে কান্না করতে দেখেছি ।

আমি নারীবাদী দেখেছি ,দেখেছি তাদের মেয়েদের পোষাক স্বাধীনতার জন্য পথে নামতে  আবার তাদেরকে দেখেছি বোরকা পরা নিয়ে সমালচনা করতে  ,

আবার  এমন মানুষ ও দেখেছি যারা পোশাক স্বাধীনতা নিয়ে চিৎকার করে না যে কোন আন্দোলনে পথে নামে না বরং অন্ধকারে তলীয়ে যাওয়া কিছু মানুষ্কে শিক্ষার আলো দিয়েছি ।

আমি মানুষ দেখেছি তার মনুষত্য দেখেছি,আবার তদের কিছু মনুষত্যের আরালে লুকিয়ে থাকা কিছু অমানুষকে দেখেছি.

আমি ১০ বছরের সম্পর্ক ভেঙ্গে যেতে দেখেছি,

আমি ৫ মাস সম্পর্কের বিয়েকে

আমৃত্যু টিকে থাকতে দেখেছি,

আমি পুরুষও দেখেছি অনেক রকম,

ভীড় বাসে শরীর শক্ত রেখে ছোয়া এড়নোর চেষ্টায়

ক্রমাগত ধাক্কা খেয়ে গেছে এমন,

আমি এমন পুরুষও দেখেছি যে নিজে বেকার থেকেO

নিজের মা বোনের হাড় ভাঙ্গা খাটুনির টাকায়

একের পর এক নিজের শখ পূরণ করে গেছে,

আমি দুবেলা দিন মজুর খাটা মানুষকে

এক থালায় অন্য জাতের সাথে ভাত খেতে দেখেছি,

আমি মানুষ দেখেছি, অমানুষও দেখেছি

হুবহু অবিকল তাদের মুখ তাদের গায়ের রং তাদের লিঙ্গ তাদের জাতি তাদের শিক্ষা কোথাও কোনো তফাৎ করতে পারিনি শুধু দুটি জায়গা ছাড়া শিরদাঁড়া ও মনুষ্যত্ব।

আমি মানুষ দেখেছি

@Nayeem Uddin

 https://phoenixxjtn016157.pointblog.net/ব-ল-দ-শ-র-শ-র-ষ-ঠ-ব-লগ-স-ইট-82951798 https://violaxgzx726956.blogdigy.com/ব-ল-দ-শ-র-স-র-ব-লগ-স-ইট-5...