ভার্সিটির সবচেয়ে মজার জিনিস হলো রাতের হল লাইফ। রাত ১ টার সময় করিডোরে দাড়ালে আপনি দেখবেন অপরপাশে কেউ পায়চারি করছে আর হাসিমুখে ফোনে সারা দিনের ঘটনা কারো সাথে শেয়ার করছে।
হুট করে কেউ গেয়ে উঠছে- আমি তারায় তারায় রটিয়ে দেবো।
কমনরুম থেকে টিটি বলের আওয়াজ আসছে। চা খেয়ে সিগারেট হাতে হলে প্রবেশ করছে কেউ কেউ। কেক মাখা চেহারা নিয়ে বার্থডে বয় তার বন্ধুর পিছে দৌড়াচ্ছে, একগ্রুপ এই রাত্রেও হলের মাঝে ফুটবল খেলছে।
হল কখনো ঘুমায় না, এতো আনন্দ উল্লাস বা কারো কান্নার গল্প নিয়ে সে সবসময় সবাইকে আগলে রাখে।
No comments:
Post a Comment