Thursday, September 8, 2022

ছাত্রলীগ

 চর্যাপদের কবিদের দ্রোহ থেকে কৈবর্ত্য বিদ্রোহ। ফকির বিদ্রোহ থেকে ফরায়েজী আন্দোলন। বাঁশের কেল্লা নিয়ে রুখে দাড়ানো তিতুমীর। কলের বোমা হাতে ক্ষুদিরাম বসু। চট্টলার সেনাপতি সূর্য সেন, প্রীতিলতা।

ব্যারাকপুরে ব্রিটিশ শাসকের বিরুদ্ধে রুখে দাড়ানো মঙ্গল পান্ডে। বিনয়-বাদল-দিনেশ থেকে সুভাসচন্দ্র বসু। রবি ঠাকুরের ছুঁড়ে ফেলা নাইট পদক আর কাজী নজরুলের দ্রোহ। 

বাঙালীর সব সাহসের একত্রিত উচ্চারণ- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

@Nayeem Uddin

No comments:

Post a Comment